ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কেনিয়ায় দাঙ্গাকারীদের পায়ে গুলির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ১০ জুলাই ২০২৫

কেনিয়ায় দাঙ্গাকারীদের পায়ে গুলির নির্দেশ

কেনিয়ার রাস্তায় দাঙ্গায় লিপ্ত হয় বিক্ষোভকারীরা

কেনিয়ায় বিক্ষোভের সময় ভাঙচুর চালালে পায়ে গুলি করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো দুদিন ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে ৩১ জনের প্রাণহানির পর বৃহস্পতিবার কথা বলেন তিনি খবর ইয়াহু নিউজের ভাষণে রুটো বলেছেন, অন্যের সম্পদে যারা আগুন দেয় তাদের পায়ে গুলি করা উচিত তাদের প্রাণে মেরে ফেলা উচিত নয়, তবে পা ভেঙে দেওয়ার মতো মার দেওয়া দরকার এরপর তাদের না হয় হাসপাতাল হয়ে আদালতে তোলা হবে

দেশটিতে গণতন্ত্রপন্থি বিক্ষোভের বার্ষিকীকে ঘিরে গণজমায়েতের বিষয়ে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত মঙ্গলবার তারা রাজধানী নাইরোবির বিভিন্ন সড়কে ব্লকেড দেয় এবং বিক্ষোভকারীদের দমনে কাঁদানে গ্যাস, জলকামান এমনকি গুলি পর্যন্ত ব্যবহার করে

প্যানেল মজি

×