
ছবিঃ সংগৃহীত
লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় আবারও ডুবেছে একটি বাণিজ্যিক কার্গো জাহাজ। এতে অন্তত ৪ জন নাবিক নিহত হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ছয় জনকে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি ইসরাইলের একটি বন্দরের দিকে যাচ্ছিল বলেই হামলা চালানো হয়।
গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি হুতিদের হামলায় দ্বিতীয় কার্গো জাহাজ ডুবির ঘটনা। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
বুধবার টার্গেট করা হয় লাইবেরিয়ান পতাকাবাহী মালবাহী জাহাজ এটারনেটিসি-কে। হুতিরা দাবি করেছে, জাহাজটি ইসরাইলের একটি বন্দরের উদ্দেশে যাচ্ছিল এবং ইয়েমেন উপকূলের কাছাকাছি পৌঁছালে হামলা চালানো হয়। ছোঁড়া হয় ছয়টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। একইসঙ্গে ব্যবহৃত হয় মনুষ্যবিহীন নৌযানও। হুতিদের ভাষ্যমতে, তারা হামলার আগে জাহাজটির ক্রুদের সরিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় দিয়েছিল।
তবে, জাহাজটিতে মোট ২৫ জন নাবিক ছিলেন। হামলার পর মাত্র ছয় জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জন এখনো নিখোঁজ, এবং চার জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটারনেটিসি সুয়েজ খালের দিকে যাচ্ছিল। এর আগের দিনও ম্যাজিক সিজনাম নামের আরেকটি কার্গো জাহাজে হুতি হামলা চালিয়ে সেটিকে পুরোপুরি ডুবিয়ে দেওয়া হয়।
হুতি বিদ্রোহীরা সম্প্রতি ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। চলতি বছরের শুরু থেকে শতাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
তথ্যসূত্রঃ
মারিয়া