ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ভিসা ছাড়া প্রবেশের সুযোগ দিচ্ছে যে দেশ

প্রকাশিত: ০৭:২৬, ৭ জুলাই ২০২৫

ভিসা ছাড়া প্রবেশের সুযোগ দিচ্ছে যে দেশ

ভিসা ছাড়া প্রবেশের সুযোগ দিচ্ছে যে দেশ

 সৌদি নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের কথা বিবেচনা করছে রাশিয়া। শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সৌদি নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষেত্রে একটি সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিশ্চিত করেছেন যে মস্কো সৌদি নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা মওকুফ করার জন্য কাজ করছে।

শুক্রবার রাশিয়ার রাজধানীতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে। এ সময় ল্যাভরভ দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তির প্রশংসা করেন এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরবের ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ই-ভিসা চালু হওয়ার পর রাশিয়ায় সৌদি পর্যটকদের সংখ্যা ৫৭০ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে মস্কো। ল্যাভরভ বলেন, ‘ইউক্রেন সংকটের প্রতি রিয়াদের দায়িত্বশীল এবং নীতিগত দৃষ্টিভঙ্গির আমরা প্রশংসা করি।’ তিনি আঞ্চলিক স্থিতিশীলতা, বিশেষ করে ইয়েমেনে শান্তি প্রচেষ্টায় অবদান রাখার ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন।
 

তাসমিম

×