ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো মার্ক জাকারবার্গকে! যা ঘটেছিল আসলে

প্রকাশিত: ২০:৫৪, ৩ জুলাই ২০২৫; আপডেট: ২০:৫৪, ৩ জুলাই ২০২৫

হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো মার্ক জাকারবার্গকে! যা ঘটেছিল আসলে

ছবি: সংগৃহীত।

ওভাল অফিস থেকে বের করে দেওয়া হয়েছে মেটা (Meta) ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে—এমন দাবি ঘিরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস কর্তৃপক্ষ ঘটনাটিকে অতিরঞ্জিত ও ভুল ব্যাখ্যা বলে দাবি করেছে।

গত ৩ জুলাই মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। সেখানে এয়ারফোর্সের নতুন প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছিল, যেখানে উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। ঠিক সে সময় উপস্থিত হন মার্ক জাকারবার্গ—যিনি ওই বৈঠকের অনুমোদিত সদস্য ছিলেন না।

প্রতিবেদনে বলা হয়, তার কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র না থাকায় সামরিক কর্মকর্তারা বিস্মিত ও উদ্বিগ্ন হন। ফলে তাকে অবিলম্বে কক্ষ ত্যাগ করতে বলা হয় এবং তিনি বাইরে অপেক্ষা করেন।

তবে এ ঘটনার ভিন্ন বিবরণ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। তাদের প্রতিবেদনে বলা হয়, আসলে জাকারবার্গ হোয়াইট হাউসে এসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নির্ধারিত এক পৃথক বৈঠকের উদ্দেশ্যে। সৌজন্যবশত তিনি সামরিক কর্মকর্তাদের কক্ষে ঢুকে হ্যালো বলেন, এরপর নিজ থেকেই বাইরে চলে যান। বিষয়টি অপব্যাখ্যার শিকার হয়েছে বলেই দাবি হোয়াইট হাউস কর্মকর্তাদের।

উল্লেখযোগ্য, মার্ক জাকারবার্গের রাজনৈতিক অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রে বরাবরই বিতর্ক রয়েছে। একসময়ে তিনি ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে তিনি রিপাবলিকানদের বিশেষ করে ট্রাম্পের বিভিন্ন কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করছেন। এমনকি ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন জাকারবার্গ।

নুসরাত

×