ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

৪৮ ঘণ্টায় ২০০ বিমান হামলা

গাজায় স্কুলে ইসরাইলের হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ২৬ মে ২০২৫

গাজায় স্কুলে ইসরাইলের হামলা, নিহত ৫০

ইসরাইলি অবরোধে খাদ্যের অভাবে দিনে এক বেলারও কম খাবার পাচ্ছে গাজাবাসী

গাজা সিটি ও উত্তর গাজার জাবালিয়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী একটি স্কুল ও একটি বাড়ি লক্ষ্য করে সোমবার সকালে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর। একটি মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে আনাদোলুকে জানিয়েছে, গাজা সিটির আল-দারাজ পাড়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী ফাহমি আল-জিরজাওয়ি স্কুলে ইসরাইলি বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন। বোমা হামলার পর স্কুলটিতে আগুন ধরে যায়।
অনলাইনে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, পুড়ে যাওয়া মরদেহ। এ ছাড়া আগুন লাগার সময় বাস্তুচ্যুতদের চিৎকার দেখা গেছে ও শোনা গেছে। ইসরাইলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, স্কুলটিকে হামাস তাদের ‘কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে’ পরিণত করেছিল। তবে, তারা তাদের দাবির সমর্থনে কোনো প্রমাণ সরবরাহ করেনি।
এদিকে, উত্তর গাজার জাবালিয়া শহরের একটি বাড়িতে ইসরাইলি বিমান বাহিনীর আরেকটি ভয়াবহ হামলায় ১৯ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন, ইসরাইলি বিমান হামলায় একটি বহুতল ভবন ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে। ভবনটি কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল ছিল।
গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ বিমান হামলা ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত দুই দিনে ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, ‘সন্ত্রাসী, অস্ত্রের ডিপো, স্নাইপার এবং ট্যাঙ্ক-বিধ্বংসী অবস্থান, টানেল শ্যাফ্ট এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মাল্টা ॥ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এই ঘোষণা দিয়েছেন। সোমবার এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মাল্টা টাইমস এ তথ্য জানায়। মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা ঘোষণা করেছেন, তার দেশ আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। গাজায় চলমান ব্যাপক সংঘাত সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাল্টা মানবিক ট্র্যাজেডির দিকে চোখ বন্ধ করে রাখতে পারে না।

×