ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আরব লীগ সম্মেলনে গাজার পক্ষে একজোট মুসলিম নেতারা, হামাসকে দুষলেন মাহমুদ আব্বাস

প্রকাশিত: ১২:১৬, ১৮ মে ২০২৫; আপডেট: ১২:১৬, ১৮ মে ২০২৫

আরব লীগ সম্মেলনে গাজার পক্ষে একজোট মুসলিম নেতারা, হামাসকে দুষলেন মাহমুদ আব্বাস

ছবিঃ সংগৃহীত

গাজা ও ইসরাইলের মধ্যে চলমান আগ্রাসন বন্ধের দাবিতে একজোট হয়েছেন মুসলিম দেশগুলির নেতারা। ইরাক আরব লীগের সম্মেলনে যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠনে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্মেলনে যুদ্ধ বন্ধে বিশ্বের নেতাদের চাপ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এই সম্মেলনে অংশগ্রহণ করেছে অন্তত ২০টি আরব দেশ, এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, মিশর, জর্ডান, লেবানন। সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি গাজার বর্তমান পরিস্থিতিকে 'দুঃস্বপ্ন' আখ্যা দিয়েছেন এবং বলেছেন, "ফিলিস্তিনিরা এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। গাজাবাসীকে টার্গেট করে বর্বরতার সর্বোচ্চ চিত্র দেখানো হচ্ছে।"

ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের প্রতি গাজার রক্তপাত বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী, দেশটির উদ্যোগে আরব দেশগুলোর ঐক্যকে শক্তিশালী করতে ১৮টি উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটি বড় উদ্যোগ হলো গাজা পুনর্গঠনের জন্য একটি তহবিল গঠন করা, এবং ইরাক গাজার পুনর্গঠনে দুই কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ বছর আরব লীগের সম্মেলনে একমাত্র ইউরোপীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ইসরাইলের উপর চাপ বাড়ানোর পক্ষে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, "ফিলিস্তিনে রক্তপাত চলছে এবং বিশ্ব নেতাদের উচিত এটিকে উপেক্ষা না করা। ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে প্রতিবেদন জমা দেওয়া হবে।"

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার বর্তমান পরিস্থিতির জন্য হামাসকে দায়ী করেছেন। তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এভাবেই গাজা, আরব দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এক নতুন মোড় নিলো মধ্যপ্রাচ্যের এই সংকট।

তথ্যসূত্রঃ https://youtu.be/XhmrZ6eMm5Y?si=-z6-Jtk88hI19oDz

মারিয়া

×