ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত জানুক—এইবার আর শুধু কথায় থামবে না পাকিস্তান!

প্রকাশিত: ০৮:০৫, ১৬ মে ২০২৫

ভারত জানুক—এইবার আর শুধু কথায় থামবে না পাকিস্তান!

ছ‌বি: সংগৃহীত

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাফ জানিয়েছেন, ভারত যদি যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করে, তবে তার জবাবে পাকিস্তান কঠোর ও নিশ্চিত প্রতিক্রিয়া জানাবে।

‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ এবং কাশ্মীর ইস্যু নিয়ে এক ব্রিটিশ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের মুখে পাকিস্তান দ্রুত ও দৃঢ় জবাব দেবে—এই প্রতিশ্রুতির কথা আবারও জানিয়ে দেন তিনি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাকিস্তানের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা অখণ্ডতা লঙ্ঘনের যেকোনো চেষ্টার জবাবে দেওয়া হবে নির্মম প্রতিক্রিয়া।

তিনি আরও বলেন, পাকিস্তান ও ভারত উভয়েই পারমাণবিক শক্তিধর দেশ, ফলে বড় ধরনের সংঘাত শুরু হলে তা দু’দেশের জন্যই ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। “ভারত যদি মনে করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ময়দান খুলবে, তাহলে তার পরিণতিতে গোটা অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হবে,” বলেন তিনি।

আইএসপিআর মহাপরিচালক আরও জানান, পারমাণবিক ঝুঁকির প্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তিগুলো ভারতের উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবেই অবগত।

কাশ্মীর ইস্যুতে তিনি বলেন, ভারত একে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে প্রচার করছে, অথচ সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে স্থানীয় জনগণকে ভয় দেখানো হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এবং কাশ্মীরবাসীর ইচ্ছার ভিত্তিতেই কাশ্মীর সংকটের সমাধান হতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ আরও বলেন, ভারতের তুলনায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী আকারে ছোট হলেও সাম্প্রতিক সময়ে তারা এক গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য অর্জন করেছে।

তিনি জানান, সাম্প্রতিক উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র কাশ্মীর ইস্যু সামনে আনায় ভারত হতাশ হয়ে পড়েছে। “যুক্তরাষ্ট্র ভারতের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারে, সেটাই এখন মূল পরীক্ষা,” মন্তব্য করেন তিনি।

 

সূত্র: https://en.dailypakistan.com.pk/15-May-2025/india-will-face-ruthless-response-if-ceasefire-is-violated-warns-dg-ispr

এএইচএ

×