
ছবি: সংগৃহীত
পাকিস্তানের মাটিতে ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ ঘিরে বহুদিন ধরেই চলছে নানা আলোচনা ও গুঞ্জন। এবার সেই অভিযানের ভয়াবহ চিত্র উঠে এলো স্যাটেলাইট চিত্রে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই ছবি ও তথ্য নতুন করে আলোড়ন তুলেছে দুই প্রতিবেশী দেশের মধ্যে।
গত ৭ মে গভীর রাতে হঠাৎই জ্বলে ওঠে পাকিস্তানের আকাশ। ভারতীয় সেনারা পাকিস্তানে একাধিক লক্ষ্যবস্তুতে এয়ারস্ট্রাইক চালায়। একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত হয় পাকিস্তানের ভেতরের ঘাঁটিগুলো। ঘটনার সূত্রপাত হয় কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার জের ধরে।
ভারতে দাবি, এই অভিযানে তারা পাকিস্তানের অভ্যন্তরে অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। তবে পাকিস্তানও চুপ করে থাকেনি। পাল্টা হামলায় তারা ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে ভারতও ক্ষতিগ্রস্ত হয়। এমনকি হারায় বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান।
এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা Maxar Technologies-এর স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ভারতের এই অভিযানের বিস্তর ধ্বংসযজ্ঞ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায় ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত নূর খান বিমান ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ইমেজে স্পষ্ট ধরা পড়েছে বিশাল বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত ভবন এবং আগুনের দাগ।
তাছাড়া সিন্ধু প্রদেশের সুক্কুর, পাঞ্জাবের রহিম ইয়ার খান, জেকোবাবাদের শাহবাজ এয়ারবেজ, সারগোদার মুসাফ এয়ারবেজেও বিস্ফোরণের চিহ্ন ধরা পড়েছে। সুক্কুরে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং রহিম ইয়ার খানের রানওয়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। জেকোবাবাদে একটি হ্যাঙ্গার গুঁড়িয়ে গেছে এবং মুসাফ ঘাঁটির রানওয়েতেও বড় ধরনের ক্ষতির চিহ্ন মিলেছে।
বিশ্লেষকদের মতে, ভারতীয় বিমানবাহিনীর হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁত। পাকিস্তানের বিভিন্ন কমান্ড সেন্টার, রাডার ঘাঁটি, অস্ত্রাগার এবং কারিগরি পরিকাঠামোও ধ্বংস হয়েছে। ভারত দাবি করেছে, এসব স্ট্রাইকে ব্যবহার করা হয়েছে এয়ার-লঞ্চড অস্ত্র, যা নিশানার প্রতি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্ত পরিস্থিতি এখনো উত্তপ্ত। ভবিষ্যতে আবার সংঘর্ষের আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।
সূত্র: https://www.youtube.com/watch?v=353Ccthv-pI
রাকিব