ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হুথির হামলায় মৃত্যুভয়ে মাটির নীচে আশ্রয় নিয়েছে ৩০ লাখ ইসরায়েলি!

প্রকাশিত: ১৯:২৬, ৫ মে ২০২৫

হুথির হামলায় মৃত্যুভয়ে মাটির নীচে আশ্রয় নিয়েছে ৩০ লাখ ইসরায়েলি!

ছবি: সংগৃহীত

ইসরায়েলের চার স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে।

এই হামলার খবর নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল, ইডিয়াদ আহরণসহ একাধিক ইসরায়েলি গণমাধ্যম। প্রতিবেদনে জানানো হয়, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ভেতরেই আঘাত হানে এবং এতে প্রায় ২৫ মিটার গভীর একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে। বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয় বা অন্য রুটে পাঠানো হয়।

ইয়েমেনি হুথি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, “আমরা সফলভাবে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা থামাতে ব্যর্থ হয়েছে।”

বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের সামরিক বাস্তবতায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং ও এরো—সাধারণত সাবসোনিক ও সুপারসোনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কার্যকর হলেও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তারা এখনো অপ্রস্তুত।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশে বড় গর্ত এবং পার্শ্ববর্তী এলাকায় আতঙ্কিত মানুষের চিত্র দেখা যায়। হামলার পর নিরাপত্তার আশঙ্কায় প্রায় ৩০ লাখের বেশি ইসরায়েলি নাগরিক আশ্রয়ের জন্য মাটির নিচে নির্মিত বাংকারে সরে যায়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইসরায়েলি সরকার রোববার নির্ধারিত মন্ত্রিসভার বৈঠক বাতিল করে। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, এই হামলার পর সরকার তাদের ইয়েমেন-নীতি পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে এবং পাল্টা প্রতিক্রিয়া নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=9iY3QtksO5E

এম.কে.

×