ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পেহেলগাম থেকে নিয়ন্ত্রণরেখা, দুই মাসের জন্য খাদ্য মজুদের নির্দেশ, কাশ্মীর নিয়ে যুদ্ধের মঞ্চ তৈরি

প্রকাশিত: ১৫:০৭, ৩ মে ২০২৫; আপডেট: ১৫:০৮, ৩ মে ২০২৫

পেহেলগাম থেকে নিয়ন্ত্রণরেখা,  দুই মাসের জন্য খাদ্য মজুদের নির্দেশ, কাশ্মীর নিয়ে যুদ্ধের মঞ্চ তৈরি

ছবিঃ সংগৃহীত

কাশ্মীরের পহেলগামে পর্যটক নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। হামলার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়েবা এবং দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে অভিযোগ তুলেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এনআইএর তদন্তে উঠে এসেছে যে, আইএসআই-এর সহযোগিতায় লস্করের সদস্যরা ভারতে অনুপ্রবেশ করে এবং পর্যটকদের ওপর হামলা চালায়।

তদন্তে আরও বলা হয়েছে, হামলার আগে পর্যটকদের গতিবিধি নজরদারি করে আক্রমণকারীরা। তারা অত্যাধুনিক অস্ত্র, পাকিস্তানি স্যাটেলাইট ফোন এবং প্রশিক্ষণপ্রাপ্ত কৌশল ব্যবহার করে পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

এই ঘটনার পর ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করলে পাল্টা প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সামরিক বাহিনীর কোর কমান্ডারদের এক বিশেষ বৈঠকে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সভাপতিত্ব করেন। বৈঠক শেষে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, যদি ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে পাকিস্তান কেবল প্রতিশোধই নেবে না, এমন জবাব দেবে যা অতীতে দেখা যায়নি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি সিন্ধু চুক্তি ভেঙে পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের চেষ্টা করে, তাহলে পাকিস্তান সামরিকভাবে জবাব দেবে।

এদিকে, ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের জন্য খাদ্য মজুদের নির্দেশ দিয়েছে পাকিস্তানের স্থানীয় প্রশাসন। কাশ্মীরের পাকিস্তান-শাসিত অঞ্চলের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক জানান, জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে এরই মধ্যে ১০০ কোটি পাকিস্তানি রুপি বরাদ্দ দিয়ে একটি তহবিল গঠন করা হয়েছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/br1FCiZRRW8?si=kbRvKeyhWS7PO7Nn

মারিয়া

×