
ডোনাল্ড ট্রাম্প
রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজা করে জবাব দিয়েছেন। তিনি বলেছেন, তিনি নিজেকেই পরবর্তী পোপ হিসেবে দেখতে চান। গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। এরপর গত ২৬ এপ্রিল সেন্ট পিটার্স স্কয়ারে অন্ত্যেষ্টিক্রিয়ার পর তাকে রোমের ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওরে সমাহিত করা হয়। খবর সিএনএনের।
পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসীর নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ, এই প্রশ্নই এখন সবার মনে। শীঘ্রই নতুন পোপ নির্বাচনের জন্য শুরু হবে ঐতিহ্যবাহী প্রক্রিয়া কনক্লেভ। ভ্যাটিকানে কার্ডিনালরা সমবেত হয়ে নির্ধারণ করবেন ক্যাথলিক চার্চের ২৬৭তম ধর্মগুরু। রয়টার্সের এক প্রতিবেদন মতে, বুধবার ট্রাম্পকে প্রশ্ন করা হয় পরবর্তী পোপ হিসেবে তিনি কাকে দেখতে চান।
এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের মজার উত্তর, আমি নিজেই পরবর্তী পোপ হতে চাই। এটা এখন আমার এক নম্বর পছন্দ। রসিকতা করার পর পরই অবশ্য কে আসলে এই দায়িত্ব পেতে পারেন সে বিষয়ে নিজের মতামত জানান মার্কিন প্রেসিডেন্ট। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কোনো পছন্দ নেই।