ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের আকাশসীমা ছুঁয়ে গেলেন, ফিরলেন এড়িয়ে—দেশে ফিরেই মোদির কড়া বার্তা

প্রকাশিত: ১৫:৪৭, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৪৮, ২৩ এপ্রিল ২০২৫

পাকিস্তানের আকাশসীমা ছুঁয়ে গেলেন, ফিরলেন এড়িয়ে—দেশে ফিরেই মোদির কড়া বার্তা

ছবি: সংগৃহীত

সৌদি আরব সফর শেষে দেশে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে দিল্লিতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী শেখ নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরের পাহলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, মঙ্গলবার জেদ্দা যাওয়ার সময় মোদি যে বিশেষ এয়ার ইন্ডিয়া ওয়ান বোয়িং ৭৭৭ বিমানে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিলেন, ফেরার পথে সেই একই বিমান বিকল্প রুটে ফিরে আসে।

প্রধানমন্ত্রী মোদি সৌদি আরবে দুই দিনব্যাপী সরকারি সফরে যান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে। সেখানে তিনি কৌশলগত অংশীদারিত্ব পরিষদের দ্বিতীয় বৈঠকে সহ-সভাপতিত্ব করেন। কিন্তু পাহলগামে সন্ত্রাসী হামলার খবর পাওয়ার পর তিনি সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দিল্লিতে ফিরে আসেন।

মোদি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, “জম্মু ও কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি… যারা এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে— কাউকেই ছাড়া হবে না।”

এই হামলার প্রসঙ্গটি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খানের মধ্যকার বৈঠকে আলোচিত হয়। রাষ্ট্রদূত জানান, “ক্রাউন প্রিন্স এই হামলার নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দেন।”

মোদি দিল্লি বিমানবন্দরে পৌঁছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠক করেন। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা সভা করেন।

২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই উপত্যকায় সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক মহলে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

 

সূত্র: https://economictimes.indiatimes.com/news/india/pm-modi-didnt-fly-over-pakistan-on-return-from-saudi-arabia-following-pahalgam-attack/articleshow/120546451.cms?from=mdr

আবীর

×