ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

গাজা পুনর্গঠন প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে মিলে ষড়যন্ত্র করছে আরব আমিরাত!

প্রকাশিত: ১৮:১৭, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ০২:৪৪, ২০ মার্চ ২০২৫

গাজা পুনর্গঠন প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে মিলে ষড়যন্ত্র করছে আরব আমিরাত!

ছবি: সংগৃহীত

গাজা পুনর্গঠনে আরব লীগ অনুমোদিত মিশরের পরিকল্পনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম 'মিডল ইস্ট আই' এর এক প্রতিবেদনে দাবি করা হয়, মিশরের ওই প্রস্তাবটি প্রত্যাখ্যানে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছে দেশটি।

সংবাদ মাধ্যম 'মিডল ইস্ট আই' এর এই প্রতিবেদনে আরও বলা হয়, 'প্রস্তাবটি প্রত্যাখ্যানে অজুহাত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বলছে, 'হামাসকে আবারো শক্তিশালী হওয়ার সুযোগ করে দেবে এই পরিকল্পনা।'' যদিও এই ইস্যুতে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি আবুধাবি।

চলতি মাসে ফিলিস্তিনিদের উপত্যকায় রেখেই গাজা পুনর্গঠনে মিশরের ৫ হাজার ৩০০ কোটি ডলারের খসরা প্রস্তাবের অনুমোদন দিয়েছে আরব লীগ। এমনকি ইউরোপও সমর্থন দিয়েছে এই পরিকল্পনায়, স্বাগত জানিয়েছে হামাসও।

এমন সময় মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমটির এই প্রতিবেদনে উঠে এসেছে কিছু চাঞ্চলকর তথ্য। যুক্তরাষ্ট্র ও মিশরের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটির দাবি, কায়রোর প্রস্তাবের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছে সংযুক্ত আরব আমিরাত। আরব লীগের সদস্য হলেও এই প্রস্তাবে সম্মতি নেই তাদের। আর তাই পরিকল্পনাটি বাতিলে ট্রাম্প প্রশাসনের কাছে তদবির চালিয়েছে আমিরাত।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=wzG3IE1EFTc

রাকিব

×