ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

এবার ট্রাম্পকে পেছনে ফেললেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: ২২:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

এবার ট্রাম্পকে পেছনে ফেললেন নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ‘এক্স’। রাজনীতিবিদ থেকে শুরু করে ধনকুবের, ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মনোভাব, স্মৃতি ও যেকোনো বিষয়ে মতামত প্রকাশ করেন। তাদের অনুসরণ করেন কোটি কোটি ভক্ত ও ব্যবহারকারী।

সম্প্রতি ফোর্বসের তালিকায় উঠে এসেছে সেরা ১০ জনের নাম, যাদের অনুসারীর সংখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ সবচেয়ে বেশি।

এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এর মালিক ও বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৫ নভেম্বর পর্যন্ত তার অনুসারীর সংখ্যা ছিল ২০ কোটি ৫৯ লাখ।

দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, যার এক্সে অনুসারীর সংখ্যা ১৩ কোটি ১১ লাখ। 

তৃতীয় স্থানে রয়েছেন পর্তুগালের জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বসের হিসাবে ২০২৩ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় ছিলেন তিনি। রোনালদোর এক্সে অনুসারীর সংখ্যা ১১ কোটি ৩৯ লাখ।

এদিকে, সপ্তম স্থানে রয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি এশিয়ার মধ্যে সর্বোচ্চ অনুসারী সংখ্যার মালিক।

৯ কোটি ৫১ লাখ অনুসারী নিয়ে নবম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=KnFMSYI6Eo8&t=26s
 

শিলা ইসলাম

×