
ছবি: সংগৃহীত
সুইডেনের একটি স্কুলে বন্ধু হামলায় কমপক্ষে ১০ জন মারা গেছেন।
মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় একটি শহরে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে এমন ঘটনা ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছে সুইডিশ পুলিশ।
এমন অবস্থায় আশঙ্কাজনক ভাবে হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন। পুলিশের তথ্য মতে দুপুর ১২ টার পরে স্কুলে বন্দুক নিয়ে প্রবেশ করে হামলাকারীরা। এরপর এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে সেই অজ্ঞাত হামলাকারীরা। এমন সময় আহত হন অনেকেই।
এইদিকে জানা যায়নি হামলাকারীদের পরিচয়। ধারণা করা হচ্ছে নিরাপত্তাকর্মীদের বন্ধুকে প্রাণ গেছে হামলাকারীদেরও।
ভবনটিতে তল্লাশি চালানো হচ্ছে তবে এখনো জানা যায়নি হামলার উদ্দেশ্য। এই ঘটনাকে সুইডেনের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। এমন ঘটনায় শোক প্রকাশ করেছেন সুইডিশ প্রধানমন্ত্রী।
শিলা ইসলাম