ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

টিউলিপের পদত্যাগ: এবার চাপের মুখে ব্রিটেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২১:২৫, ১৫ জানুয়ারি ২০২৫

টিউলিপের পদত্যাগ: এবার চাপের মুখে ব্রিটেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহিত।

যুক্তরাজ্যের লেবার পার্টি গেল বছর সাধারণ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কেয়ার স্টারমার। তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিটি মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয় টিউলিপ সিদ্দিককে। তার প্রধান দায়িত্ব ছিল ব্রিটেনের আর্থিক ক্ষেত্রে সম্ভাব্য দুর্নীতি প্রতিরোধ করা। তবে দুর্নীতির অভিযোগে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন টিউলিপ।

টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বড় ধরনের চাপে পড়েছেন। লেবার পার্টির এক এমপি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবারের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও কেন টিউলিপকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল।

বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের পর শেখ পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে টিউলিপের নামও জড়িয়ে পড়ে। একই সঙ্গে, লন্ডনে টিউলিপের বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এ নিয়ে ব্রিটেনে ব্যাপক সমালোচনা শুরু হয়।

টিউলিপ সিদ্দিকের পদত্যাগ কেয়ার স্টারমারের জন্য নতুন সংকট তৈরি করেছে। তার বিরুদ্ধে মন্ত্রীদের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। লেবার পার্টির ভেতরেও এ ঘটনায় বিভক্তি দেখা দিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, টিউলিপের পদত্যাগ স্টারমারের সরকারের জন্য বড় ধরনের আঘাত। বিষয়টি নিয়ে ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=R_HItJQzQ4A

সায়মা ইসলাম

×