ছবি: সংগৃহীত
ভারতে বাংলাদেশ সহকারি হাই কমিশনে হামলা, মিডিয়ায় মিথ্যে প্রচারণা, সীমান্ত হত্যার প্রতিবাদ এবং স্বদেশে আগ্রাসনের অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে এক বিক্ষোভ-সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশীরা।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় হেমট্টামিক সিটি কাউন্সিল পার্ক ময়দানে যুক্তরাষ্ট্র ব্যানারে মিশিগান বাংলাদেশী কমিউনিটি এ বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বিএনপি, জামায়াত এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ বাংলাদেশী প্রবাসীরা এতে অংশ নেন।
এ সময় বক্তারা ভারতকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে না দেওয়ার জন্য হুঁশিয়ারি দেন এবং দাবি করেন, "বাংলাদেশ এখন একটি শক্তিশালী দেশ, যারা নিজেদের অধিকার রক্ষায় প্রস্তুত।"
বক্তারা আরও বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হয় না এবং সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করতে চায়। তারা হুমকি দিয়ে বলেন, "যদি হিন্দুদের ওপর হামলা বা আক্রমণ করা হয়, তবে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।"
এছাড়া বক্তারা ভারতকে সতর্ক করে বলেন, "তারা বুঝতে পারছে, তাই বাংলাদেশে বসে আলোচনা করতে চাইছে।" প্রবাসী বাংলাদেশীরা আশা প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশ আগামী দিনে আরও উন্নতি করবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ইঞ্জি: ফরিদ উদ্দিন শিপলু, দেওয়ান আকমল চৌধুরী, ইঞ্জি: শামিম আহাম্মদ, ইঞ্জি: মাহির ফায়সাল, সেলিম আহমদ, আলভী চৌঃ, মুজিব আহমেদ মনির, জনাব আদুল লতিফ আজম, ইমাম ফখরুল ইসলাম, রাব্বানী তালুকদার কাউছার, কামাল রহমান, দেলওয়ার আনসার, মঞ্জুরুল করীম তুহিন, ফাহাদ চৌঃ, নাজমুল হক কামাল, শাহনেওয়াজ চৌঃ, জিলাল জিলানী প্রমুখ।
এ কর্মসূচি থেকে প্রবাসী বাংলাদেশীরা তাদের ঐক্য ও দেশের প্রতি ভালবাসা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবে না এবং তারা তাদের দেশের সম্মান রক্ষা করতে বদ্ধপরিকর।
আশিকুর রহমান