ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

কংগ্রেসের দুই কক্ষই এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২০:৫৩, ১৪ নভেম্বর ২০২৪

কংগ্রেসের দুই কক্ষই এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট জয়ের পর এবার প্রতিনিধি পরিষদেও জয় পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবির। এতে মার্কিন কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছে দলটি। হোয়াইট হাউস, সিনেট, গভর্নর থেকে শুরু করে প্রতিনিধি পরিষদ সবই এখন ট্রাম্পের হাতে। খবর বিবিসির।
ট্রাম্পের জন্য অর্থনীতি, অভিবাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন সহজ হবে। গত ৫ নভেম্বরের ভোটে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান শিবির। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে একটি দলকে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হয়। বুধবার অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ায় জয় পেয়ে প্রয়োজনীয় ২১৮ আসন পায় রিপাবলিকানরা। তবে শেষ পর্যন্ত রিপাবলিকানদের আসন সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে ১০০ আসনের মধ্যে ৫৩টি আসন পেয়ে সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে রিপাবলিকানরা। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের ঘোষণা অনুযায়ী ইউক্রেনে যুদ্ধের অবসান এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ শুরু করার জন্য ইউক্রেন বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। এর আগে তিনি নির্বাচনি প্রচারে বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শীঘ্রই ইউক্রেন বিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষ দূতকে দেখতে পাবেন, যার ওপর আমরা আস্থা রাখতে পারি। তার মূল দায়িত্ব হবে এই যুদ্ধের একটি সমাধান খোঁজা এবং রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষকে শান্তি সংলাপের টেবিলে নিয়ে আসা। ২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প। তবে নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর থেকেই তার নেতৃত্বাধীন নতুন প্রশাসনের বিভিন্ন পদ ও দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন তিনি।

×