ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

জলবায়ু সম্মেলনে প্রভাব

প্রকাশিত: ২০:২৮, ৮ নভেম্বর ২০২৪

জলবায়ু সম্মেলনে প্রভাব

বার্ষিক আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকপ ২৯ ফের দুশ্চিন্তার কালো মেঘ দেখা দিয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলন শুরুর ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের এই পালাবদল হুট করে আট বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছে সংশয়ের কারণ, আট বছর আগে ২০১৬ সালের নভেম্বরে মরক্কোর মারাকেশে বসেছিল বার্ষিক জলবায়ু সম্মেলন

সম্মেলন শুরু হয়েছিল ট্রাম্পের জয়ের খবর দিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল সর্বত্র কারণ, নির্বাচনী প্রচারে ট্রাম্প বারবার জলবায়ু পরিবর্তন সেই সম্পর্কিত আন্দোলনের প্রয়োজনীয়তাকে উড়িয়ে দিয়েছিলেন

বলেছিলেন, জলবায়ু আন্দোলন একব্যয়বহুল ধাপ্পাবাজি যুক্তিহীন, অহেতুক এবং সেটাচীনের স্বার্থে চীনাদের তৈরি এসব মন্তব্য ছাপিয়ে বড় হয়ে উঠেছিল তার ঘোষণা বলেছিলেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে

সেই ঘোষণা মারাকেশে সমবেত আন্দোলনকর্মীদের মনে যে হতাশার সৃষ্টি করেছিল, সম্ভবত তারই পুনরাবৃত্তি হতে চলেছে আজারবাইজানের রাজধানী বাকুতে

আগামী সোমবার থেকে সেখানে শুরু হতে চলেছেকপ ২৯ কে জানে, তিনি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দ্বিতীয়বারের মতো দেবেন কি না কিন্তু গত চার বছরের অর্জন যে তিনি নষ্ট করে দিতে পারেন, সেই শঙ্কা বাকু সম্মেলনজুড়েই থাকবে

×