ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করতে বিষ প্রয়োগে পাঁচ কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ৫ নভেম্বর ২০২৪

প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করতে বিষ প্রয়োগে পাঁচ কিশোরের মৃত্যু

নাইজেরিয়ায় প্রাক্তন প্রেমিকের প্রতি প্রতিশোধ নিতে বিষ প্রয়োগে পাঁচ কিশোরের মৃত্যু ঘটে। নাইজেরিয়ার এফাশিও, উজাইরু এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় গণমাধ্যম ডেইলি পোস্ট নাইজেরিয়া জানিয়েছে, একটি খাবারে বিষ প্রয়োগের অভিযোগে পাঁচ কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৬ বছর বয়সী এক কিশোরীকে আটক করা হয়েছে।

২৬ অক্টোবর এফাশিও এলাকার পাঁচ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে দুই ভাইসহ মোট পাঁচজন ছিল, যাদের পরিচয় এমানুয়েল এলোগি (১৯), আডা স্যামুয়েল (১৬), ভাই স্যামুয়েল ও জেফ্রি আয়েগওয়ালো, এবং নুরুদিন। স্থানীয় সূত্র মতে, সম্পর্ক বিচ্ছেদের প্রতিশোধ নিতে অভিযুক্ত কিশোরী বিষ মেশানো গোলমরিচের স্যুপ তার প্রাক্তন প্রেমিককে খেতে দেন, যা ওই যুবক তার বন্ধুদের সাথে ভাগ করে নেয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত কিশোরী আইশা সুলেইমানকে গ্রেপ্তার করা হয়েছে। ইদো স্টেট পুলিশের কমিশনার উমরু পিটার ওজিগি জানিয়েছেন, তদন্তে মৃত্যুর কারণ অনুসন্ধানে কোনো প্রকার ত্রুটি রাখা হবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিহতদের পরিবার জানিয়েছে, তারা দীর্ঘ সময় ধরে তাদের সন্তানদের খোঁজ না পেয়ে তাদের সন্ধান শুরু করেন। পরে এমানুয়েল এলোগির বাবা এলোজি এজিকিয়েল তার ছেলের বাসায় গিয়ে এক বন্ধুকে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর তিনি বেডরুমে তার ছেলে ও তার প্রেমিকাকে মৃত অবস্থায় এবং বসার ঘরে দুই ভাই স্যামুয়েল ও জেফ্রিকে মৃত অবস্থায় আবিষ্কার করেন।
মরদেহগুলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজনকে আটক করে এবং মামলাটি বিস্তারিত তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগে হস্তান্তর করে।

নাহিদা

×