লাশ উদ্ধার
দক্ষিণ কলকাতার গরফা এলাকায় এক যুবতীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের খবর, লিভ ইন সঙ্গীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর ৩৫-এর এক যুবতীর দেহ। খুন না কি আত্মহত্যা, না কি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে যুবতীর, তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। গরফা থানার পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরও।
পুলিশ সূত্র খবর, কালীপুজোর পরের দিন ওই ফ্ল্যাটে পার্টি হয়। পার্টি চলাকালীন সিঁড়ি থেকে ওই মহিলা পড়ে যান বলেও প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে এক যুবতীর দেহ উদ্ধার হয় গরফার একটি ফ্ল্যাট থেকে। দুপুরে একাই ফ্ল্যাটে ছিলেন ওই যুবতী। তাঁর বিশেষ বন্ধু দাবি করেছেন, মাকে ডাক্তার দেখিয়ে দুপুরে যখন তিনি বাড়ি ফেরেন, তখন বান্ধবী শুয়ে ছিলেন। ঘুমিয়ে আছেন ভেবে তাঁরা তাঁকে ডাকাডাকি করেননি। কিন্তু সন্ধ্যার পরেও বান্ধবী বিছানা ছেড়ে না ওঠায় তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু তখন তাঁর সাড়াশব্দ পাননি। যুবক জানিয়েছেন, তিনি এবং তাঁর মা এর পর ওই যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেশীদের ডাকেন। ১০০ নম্বর ডায়াল করে খবর পাঠানো হয় পুলিশকেও। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
যুবতীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকাবাসীর দাবি, পুলিশ যখন দেহ উদ্ধার করে তখন যুবতী ছিলেন অর্ধনগ্ন অবস্থায়। এ নিয়ে পুলিশের তরফে প্রতিক্রিয়া মেলেনি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, যুবতীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শহিদ