ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

জিনের সক্রিয়তায় মাইক্রো আরএনএর ভূমিকা আবিষ্কার

​​​​​​​জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ৭ অক্টোবর ২০২৪

জিনের সক্রিয়তায় মাইক্রো  আরএনএর ভূমিকা  আবিষ্কার

ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকুন

জীবকোষের মাইক্রো আরএনএ আবিষ্কার এবং জিনের ট্রান্সক্রিপশন পরবর্তী পরিস্থিতিতে এর ভূমিকা নিয়ন্ত্রণের উপায় আবিষ্কারের জন্য বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাভকুন নামের দুই মার্কিন বিজ্ঞানী। সুইডেনের রয়্যাল ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার তাদের নাম ঘোষণা করে। পোলিশ বংশোদ্ভূত জৈব রসায়নবিদ ভিক্টর অ্যামব্রোস ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির সাবেক শিক্ষার্থী। জিন বিশেষজ্ঞ গ্যারি ম্যাসাচুসেটস হাসপাতালের জৈব অনুবিদ্যার গবেষক তথা বোস্টনের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের জিনবিদ্যার অধ্যাপক। ক্রোমোজোমের মধ্যে থাকা ক্ষুদ্রাতিক্ষুদ্র উপাদান মাইক্রো আরএনএ ((রাইবো নিউক্লিক অ্যাসিড)- এমআরএনএ নামেই জৈব রসায়নবিদ্যার জগতে পরিচিত। তারই হাতে জিনেরসক্রিয়তাএবং প্রতিলিপিকরণ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের চাবিকাঠি। খবর বিবিবি, আলজাজিরা আনন্দবাজার অনলাইনের। 

ডায়াবেটিস থেকে ক্যান্সার পর্যন্ত মানবশরীরের বিভিন্ন ধরনের রোগের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জিনই দায়ী। সেই জিনের কাজের নিয়ন্ত্রক হিসেবে জুড়ে রয়েছে এক বা একাধিক এমআরএনএ। বস্তুত, নিজস্ব সংকেত আদানপ্রদান পদ্ধতির মধ্য দিয়ে আমাদের শরীরের কোষ থেকে কোষে সংকেত বয়ে নিয়ে যেতে পারে এমআরএনএ। কিন্তু এত দিন পর্যন্ত তার উপস্থিতির কথা জানা থাকলেও চরিত্র এবং গতিবিধি অজানা ছিল বিজ্ঞানীদের। ভিক্টর এবং গ্যারিরহাত ধরেজানা গেল, জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণেমাইক্রো আরএনএনামে এমন গুরুত্বপূর্ণ উপাদানের প্রকৃত ভূমিকা।

সি এলেগান্ নামে ক্ষুদ্র কীটের দেহে এম আরএনএর প্রভাব নিয়ে গবেষণা করে এই সাফল্য পেয়েছেন এই দুই বিজ্ঞানী। নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজারমূল্য ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় হবে প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। এই দুই নোবেলজয়ীর মধ্যে এই কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ করা হবে। গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন হাঙ্গেরিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট কাতালিন কারিকো এবং মার্কিন চিকিৎসক ড্রিউ ওয়াইসম্যান। তাদের গবেষণার মধ্য দিয়ে এমআরএনএ টিকা তৈরির পথ সুগম হয়েছিল। করোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমআরএনএ টিকা। চিকিৎসা শাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই এবারের নোবেল পর্ব শুরু হলো। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি।

×