হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় একটি জাহাজে আগুন ধরে যায়
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় এডেন উপসাগরে একটি জাহাজে আগুন ধরে গেছে। সোমবার এ হামলা হয়েছে বলে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে। ইয়েমেনের উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এডেন উপসাগরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সোমবার ভোরের দিকে হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের গন্তব্যের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইউকেএমটিও।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরাইল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালাচ্ছে হুতিরা। হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও; সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না। -আলজাজিরা