ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

গরুর দাম ৪৬ কোটি

প্রকাশিত: ২১:০৯, ১১ জুন ২০২৪

গরুর দাম ৪৬ কোটি

বাংলাদেশী মুদ্রায় ৪৬ কোটি ৮৮ লাখ টাকারও বেশি

ব্রাজিলে তুষার শুভ্র রঙের একটি গরুর দাম উঠেছে ৪০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় ৪৬ কোটি ৮৮ লাখ টাকারও বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ‘ভিয়াতিনা-১৯’। গরুটির দেহ বৃহৎ আকৃতির আর গায়ের রং তুষারের মতো সাদা। এর ওজন ১১০০ কেজি (দুই হাজার ৪০০ পাউন্ডেরও বেশি)।

গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ। ব্রাজিলের প্রাণকেন্দ্রের একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা দুটি বিলবোর্ড লাগিয়েছেন। আর এতে তারা তাদের গরুটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রƒণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। -এপি

×