ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ জুন ২০২৪, ৫ আষাঢ় ১৪৩১

চীনে ‘ইন্টারন্যাশনাল ট্যুর’ অনুষ্ঠিত

চীন প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ২৭ মে ২০২৪

চীনে ‘ইন্টারন্যাশনাল ট্যুর’ অনুষ্ঠিত

চীনে বসবাসরত বিদেশি শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্যুর’। এতে চীনে বসবাসরত বিদেশি শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ট্যুরটি শাংতং প্রদেশের ছিংতাও শহরে আয়োজন করা হয়। এই শহরটিতে রয়েছে মনোমুগ্ধকর দৃশ্য, বাহারি খাবার এবং সুন্দর সংস্কৃতি।

বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এ ভ্রমণের আয়োজন করে সিপিসি ছিংতাও ওয়েস্ট কোস্ট নিউ এরিয়া ওয়ার্কিং কমিটির প্রচার বিভাগ। আয়োজনে সহযোগিতা করে চীনের প্রভাবশালী গণমাধ্যম চায়না ডেইলি। এ সফরের উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে ছিংতাও শহরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং আধুনিকায়নের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া।প্রতিনিধি দলটি শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন, নাগরিক সুবিধা, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ পুনরুজ্জীবনে স্থানীয় সরকারের উদ্যোগ, শিল্প উন্নয়ন ও পর্যটনশিল্পের বিকাশ, গ্রামীণ লোকসংস্কৃতি, পরিবেশগত ও সবুজ উন্নয়ন, অনন্য দৃশ্য, খাবার ও সুন্দর সংস্কৃতি এবং সমৃদ্ধিশালী ছিংতাও শহরের অভিজ্ঞতাসহ নানা কার্যক্রমে অংশ নেয়।

এম হাসান

×