ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মার্কিন নাগরিকত্ব পাওয়ায় শীর্ষে যে দেশ

প্রকাশিত: ১২:৪৪, ২২ এপ্রিল ২০২৪

মার্কিন নাগরিকত্ব পাওয়ায় শীর্ষে যে দেশ

মেক্সিকোতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আমেরিকায় সর্বাধিক সংখ্যক নাগরিকত্ব নিয়েছেন

মার্কিন নাগরিকত্ব পাওয়ার তালিকায় ভারতের ওপরে রয়েছে মেক্সিকো। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেয়েছেন প্রায় ৬৬ হাজার ভারতীয়। এর ফলে যুক্তরাষ্ট্রে নতুন নাগরিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ হয়ে উঠেছে ভারত। 

মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন : যেভাবে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়

সংবাদমাধ্যম বলছে, আমেরিকায় নাগরিকত্ব পাওয়ার দিক থেকে দ্বিতীয় স্থানে পৌঁছেছে ভারত। মার্কিন কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ৬৫ হাজার ৯৬০ জন ভারতীয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। যার ফলে মেক্সিকোর পরেই আমেরিকাতে নতুন নাগরিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ হয়ে উঠেছে ভারত।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য অনুযায়ী, ২০২২ সালে আনুমানিক ৪ কোটি ৬০ লাখ বিদেশি বংশোদ্ভূত ব্যক্তি দেশটিতে বসবাস করেছেন, যা যুক্তরাষ্ট্রের মোট ৩৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ।

ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের গত ১৫ এপ্রিলের সর্বশেষ ‘ইউএস ন্যাচারালাইজেশন পলিসি’ প্রতিবেদনে ২০২২ অর্থবছরে ৯ লাখ ৬৯ হাজার ৩৮০ জন আমেরিকার নাগরিক হয়েছেন।

মেক্সিকোতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আমেরিকায় সর্বাধিক সংখ্যক নাগরিকত্ব নিয়েছেন, তারপরই ভারত, ফিলিপাইন, কিউবা এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের লোকেরা এই তালিকায় রয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআরএস জানিয়েছে, ২০২২ সালে ১ লাখ ২৮ হাজার ৮৭৮ জন মেক্সিকান মার্কিন নাগরিক হয়েছেন। এরপর রয়েছে ভারত (৬৫ হাজার ৯৬০ জন), ফিলিপাইন (৫৩ হাজার ৪১৩ জন), কিউবা (৪৬ হাজার ৯১৩ জন), ডোমিনিকান রিপাবলিক (৩৪ হাজার ৫২৫ জন), ভিয়েতনাম (৩৩ হাজার ২৪৬ জন) এবং চীন (২৭ হাজার ৩৮ জন)।

সিআরএস প্রতিবেদন অনুয়ায়ী, ২০২৩ সালের হিসাবে ২৮ লাখ ৩১ হাজার ৩৩০ জন বিদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ভারত থেকে এসেছিলেন, যা মেক্সিকোর ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৪২৯ জনের পরে দ্বিতীয় সর্বোচ্চ।

মেক্সিকো ও ভারতের পরেই রয়েছে চীন, ২২ লাখ ২৫ হাজার ৪৪৭ জন বিদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

তবে সিআরএসের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের মধ্যে ৪২ শতাংশই বর্তমানে মার্কিন নাগরিক হওয়ার অযোগ্য।

২০২৩ সালের হিসাবে, গ্রিন কার্ড বা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সি (এলপিআর) এ থাকা প্রায় ২ লাখ ৯০ হাজার ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক সম্ভাব্য নাগরিকত্বের জন্য যোগ্য।

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×