দুর্যোগের স্রোতের তোড়ে তাদের মৃত্যু ঘটে।
ওমানে আবহাওয়াজনিত দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় রবিবার (১৪ এপ্রিল) দেশটির নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) ওমানের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কমিটির অনুসন্ধান ও উদ্ধার সেক্টরের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, দুর্যোগের স্রোতের তোড়ে তাদের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুজন, নয়জন শিক্ষার্থী এবং একজন বিদেশি নাগরিক রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর আশরকিয়াহ অঞ্চলে এ দুর্যোগে নিখোঁজ পাঁচ নাগরিককে খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।
এম হাসান