
জুডিথ তুলুকা সুমিনওয়া
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জুডিথ তুলুকা সুমিনওয়া। মঙ্গলবার কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিকল্পনামন্ত্রী জুডিথের নাম ঘোষণা করেন। খবর আলজাজিরার।
অর্থনীতিবিদ জুডিথ সুমিনওয়া বিদায়ী প্রধানমন্ত্রী মিশেল সামা লুকোন্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সুমিনওয়া বলেন, আমি আমার এত বড় দায়িত্ব সম্পর্কে অবগত।
দেশের শান্তি ও উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করব। গত ডিসেম্বরে কঙ্গোর প্রেসিডেন্ট সিসেকেদি আনুষ্ঠানিকভাবে ৭৩.৪৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। দীর্ঘ সহিংসতা ও অস্থিতিশীলতায় বিধ্বস্ত দেশটিতে নির্বাচন অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয়। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সিসেকেদি। এর আগে ২০১৯ সালে কঙ্গোর মানুষের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন সিসেকেদি।
তবে তিনি সে প্রতিশ্রুতিগুলো রাখতে ব্যর্থ হন। এবার তার সরকার দেশের জনগণের উন্নয়নে কতটা সফল হবে, তা দেখার অপেক্ষা।