ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রবাসীদের পাশে জনকণ্ঠ

কানাডায় ‘ইন্টারন্যাশনাল স্পেশাল ট্টিবিউট’ সম্মাননায় ভূষিত জনকণ্ঠ অনলাইন

জনকন্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৯, ২ এপ্রিল ২০২৪; আপডেট: ১২:২৫, ২ এপ্রিল ২০২৪

কানাডায় ‘ইন্টারন্যাশনাল স্পেশাল ট্টিবিউট’ সম্মাননায় ভূষিত জনকণ্ঠ অনলাইন

সাংবাদিক তুহিনের হাতে ইন্টারন্যাশনাল স্পেশিয়াল ট্টিবিউট (এওয়ার্ড) তুলে দিচ্ছেন কানাডা ভিত্তিক এআইএ প্রোডাকশনের ডাইরেক্টর মুনতাসীর নাসির।

প্রবাসী বাংলাদেশী তথা বাঙালিদের জীবন-যাত্রা ও সংস্কৃতি অঙ্গনের চিত্র তুলে ধরায় সাংবাদিকতায় বিশেষ অবদান স্বরূপ এবার ইন্টারন্যাশনাল স্পেশিয়াল ট্টিবিউটে ভূষিত হলেন, দৈনিক জনকণ্ঠের আমেরিকা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন। মার্কিন যুক্তরাষ্ট্রের গন্ডি পেরিয়ে সরেজমিন তৎসংশ্লিষ্ট পার্শ্ববর্তী রাষ্ট্র কানাডা প্রবাসীদের ওই রকম চিত্র ক্ষুরধার লেখনীর মাধ্যমে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেয়ায় সাংবাদিক তুহিন কে এমন বিরল সম্মান প্রদান করেন কানাডা ভিত্তিক জনপ্রিয় অডিও এন্ড ভিডিও প্রোডাকশন কোম্পানী 'এআইএ'।

এদিকে কানাডা প্রবাসীদের খবরাখবর প্রচার করায় একই সময় বাংলাদেশের বহুল প্রচারিত জনপ্রিয় সংবাদপত্র দৈনিক জনকণ্ঠের সম্পাদক শামীমা এ খান কে এওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়াও অত্যন্ত সুক্ষ্মভাবে কানাডার প্রতিটি প্রোগ্রাম গুরুত্ব সহকারে প্রকাশে আন্তরিকতা প্রদর্শনের জন্য দৈনিক জনকণ্ঠের অনলাইন পোর্টাল ইনচার্জ আশরাফ উজ্ জামানকে এওয়ার্ড দেয়া হয়।মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গ রাজ্যের হেমট্টামিক সিটিস্থ আলাদ্দীন রেষ্টুরেন্ট এন্ড সুইট মিটে গত রবিবার (৩/৩১/২০২৪ইং) সন্ধ্যায় হবিগন্জ সদর সমিতি কতৃক আয়োজিত এক ইফতার পার্টিতে তুহিনের ওই স্পেশাল  ট্টিবিউট সহ জনকণ্ঠ সম্পাদক শামীমা এ খান ও অনলাইন পোর্টাল ইনচার্জ আশরাফ উজ জামানের এওয়ার্ড সাংবাদিক তুহিনের হাতে আনুষ্ঠানিক তুলে দেন 'এআইএ'র AIA Production ( Audio & Video Production Company) Or Harmony Cultural Research and Exchange Forum ( not for profit organization) er Director মুনতাসির নাসির।

এ সময় উক্ত সমিতি কর্তৃক আয়োজিত ইফতারে অংশ নেয়া সাংবাদিক তুহিনের নিজ জেলা হবিগঞ্জসহ মিশিগানের বসবাসরত বিভিন্ন জেলার প্রবাসী নারী-পুরুষ,কমিউনিটি-ব্যবসায়ী ব্যক্তিবর্গ,রাজনৈতিক নের্তৃবৃন্দ,সিটি কাউন্সিলম্যান উপস্থিত ছিলেন।বলাবাহুল্য,গত মার্চ মাসের ২ তারিখে কানাডার উইন্ডসর শহরে এআইএ কর্তৃক একটি জমকালো মিউজিক্যাল প্রোগাম মিউজিক লাউন্জ 'একলা চল-রে' অনুষ্ঠিত হয়েছিল। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের জনকণ্ঠের সাংবাদিক তুহিনকে আমন্ত্রণ জানিয়েছিল কানাডা ভিত্তিক জনপ্রিয় ওই প্রোডাকশন 'এআইএ'। তখন সাংবাদিক তুহিনকে ওই বিরল সম্মান দেয়ার ঘোষনা দেন 'এআইএ'। এ সময় অনিবার্য কারণ বশত সাংবাদিক তুহিনের হাতে উক্ত ট্টিবিউট তুলে দিতে না পারায় ডাইরেক্টর মুনতাসীর নাসিরের নের্তৃত্বে এআইএ টিম ওই দিন মিশিগানে তা আনুষ্ঠানিক তুলে দেন।

উল্লেখ্য,সাংবাদিক তুহিন ইতিপূর্বে তার কর্মময় জীবনের অংশ হিসেবে সততা, সাহস, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এবং জনপ্রতিনিধি ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি-বেসরকারি,সামাজিক-রাজনৈতিক পর্যায় থেকে একাধিকবার বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন।
 

তাসমিম

×