
ইউনিভার্সিটি অব ফিনান্স অ্যান্ড ইকোনমিক্সে এটি অনুষ্ঠিত হয়।
চীনের চিয়াংশি প্রদেশে অবস্থিত চিয়াংশি ইউনিভার্সিটি অব ফিনান্স অ্যান্ড ইকোনমিক্সে অনুষ্ঠিত হয়েছে ‘২০২৩ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওয়েলকাম পার্টি এবং আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড’।
নতুন শিক্ষার্থীদের বরণ, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও বিনিময় বাড়াতে এবং মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুল। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর লিউ শিয়াওলি, ওভারসিজ এডুকেশন স্কুলের ডিন প্রফেসর হুয়াং শিয়ানমিং, ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন প্রফেসর ওয়ান ইনা প্রমুখ।
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ইভেন্টটি উৎসবে রূপ নেয়। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন।
এম হাসান