ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় পাসপোর্ট প্রতারণায় হাইকমিশনের সতর্কতা 

প্রকাশিত: ১১:৫৩, ৮ নভেম্বর ২০২৩

মালয়েশিয়ায় পাসপোর্ট প্রতারণায় হাইকমিশনের সতর্কতা 

পাসপোর্ট 

মালয়েশিয়ায় পাসপোর্ট বিষয়ে প্রতারণা নিয়ে অসাধু চক্রের বিরুদ্ধে প্রবাসীদের সতর্ক করেছে হাইকমিশন। এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইকমিশন। যেখানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন : দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৭ নভেম্বর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে হাইকমিশনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ খুলে প্রবাসীদের মাঝে দ্রুততম পাসপোর্ট সেবা দেওয়ার নামে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে হাইকমিশন অবগত হয়েছে।

মিশনের পক্ষ থেকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এই প্রতারক চক্রদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রদত্ত তথ্যও সাদরে গৃহীত হবে এবং এ সংক্রান্ত যে কোনো তথ্য মিশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে প্রতারকদের বিষয়ে তথ্য পাঠাতে ([email protected]) মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। দালাল ও প্রতারক চক্র হতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

এবি 

×