ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আর শাড়ি নয়, এয়ার ইন্ডিয়ার সেবিকারা কী পোশাক পড়বেন?

প্রকাশিত: ২০:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩

আর শাড়ি নয়, এয়ার ইন্ডিয়ার সেবিকারা কী পোশাক পড়বেন?

এয়ার ইন্ডিয়ার সেবিকারা।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সফর করার সময় যাত্রীরা শাড়ি পরা বিমান সেবিকাদের দেখতেই অভ্যস্ত ছিলেন। তবে সেই দিন এবার শেষ হতে চলেছে। এয়ার ইন্ডিয়ার সেবিকাদের এখন থেকে নতুন পোশাক পড়তে হবে।

সাম্প্রতিক এয়ার ইন্ডিয়া কেবিন ক্রু কর্মীদের ইউনিফর্ম পরিবর্তন করার পরিকল্পনা করা হয়েছে। তাদের জন্য নতুন পোশাক ডিজাইন করা হচ্ছে। যা তৈরি করছেন দেশটির অন্যতম নামজাদা ফ্যাশন ডিজাইনার।

আশা করা হচ্ছে চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে এয়ার ইন্ডিয়ার কর্মীদের নতুন ইউনিফর্মে দেখা যাবে। এয়ার ইন্ডিয়ার ১০ হাজারেরও বেশি কর্মীদের জন্য নতুন ইউনিফর্ম ডিজাইন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কেবিন ক্রু, ককপিট ক্রু, গ্রাউন্ড এবং সিকিউরিটি স্টাফ।

বিশেষ বিষয় হলো- টাটাদের হাতে এয়ার ইন্ডিয়া ফেরত যাওয়ার পর থেকেই বৈশ্বিক বাজারে পরিচয় দৃঢ় করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে এয়ার ইন্ডিয়া। প্রায় ছ'দশক পর এয়ারলাইন্সের কর্মীদের পোশাকে পরিবর্তন আসছে। ভিস্তারা এয়ারলাইন্সের ইউনিফর্মও এয়ার ইন্ডিয়ার কর্মীদের মতোই হবে বলে জানা গেছে।

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, এয়ার ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনীশ মালহোত্রার সঙ্গে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। শীঘ্রই এয়ার ইন্ডিয়ার কর্মীরা নতুন রূপে হাজির হবেন।

পাশাপাশি এই ডিলের পর মুখ খুলেছেন মনীশ মালহোত্রাও। তিনি বলেন, ‘আমি এই কাজটা করার জন্য দারুণ উত্তেজনা অনুভব করছি।’ 

তিনি জানান, কাজের জন্য ইতোমধ্যেই এয়ার ইন্ডিয়ার ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে দেখা শুরু করেছেন। কর্মীদের প্রয়োজন আরো ভালোভাবে বোঝার জন্য তাদের সঙ্গে কথাবার্তাও হয়েছে।

উল্লেখ্য, টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়া অধিগ্রহণের পর এয়ার ইন্ডিয়ার একটি নতুন লোগোও প্রকাশ করেছিল। শীঘ্রই এয়ার ইন্ডিয়ার প্লেনে নতুন স্টাইলে এর নাম দেখা যাবে।

এম হাসান

আরো পড়ুন  

×