ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কমলা হ্যারিসের ‌‌‘হিপহপ ডান্স ভাইরাল

প্রকাশিত: ১২:৪৬, ১২ সেপ্টেম্বর ২০২৩

কমলা হ্যারিসের ‌‌‘হিপহপ ডান্স ভাইরাল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ৫৮ বছর বয়সী কমলা হ্যারিস সম্প্রতি হিপহপ নাচের ৫০তম বার্ষিকী উদযাপনে হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে তাকে গানের তালে তালে হিপহপ ডান্স করতে দেখা যায়। একটি নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। 

আরও পড়ুন :যে কারণে সবাই ফিরে গেলেও এখনো ভারতে আটকা ট্রুডো

মূলত বিপত্তি বেঁধেছে ওই নাচ নিয়েই। ২২ সেকেন্ডের ওই নাচের ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান। ওই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করার পর থেকেই হাসি-তামাশার পাত্র হয়ে উঠেছেন কমলা হ্যারিস।

ভিডিওটি ইতোমধ্যেই ৪০ হাজারের বেশি মানুষ দেখেছেন। এছাড়া সেখানে প্রচুর কমেন্টও পড়েছে। বেশিরভাগ মানুষই সেখানে নেতিবাচক মন্তব্য করেছেন।

কমলার ওই নাচের ভিডিও সম্পর্কে মন্তব্য করে এক ব্যবহারকারী লিখেছেন, আপনি যখন একটি নির্দিষ্ট বয়স পার করবেন এবং আপনার শরীরের আকার-আকৃতিতে পরিবর্তন আসবে। তখন আপনাকে ঢিলেঢালা পোশাকেই বেশি আকর্ষণীয় লাগবে।

অপর এক ব্যবহারকারী লিখেছেন তাকে বয়স্ক খালাদের মতো লাগছিল। অন্য এক ব্যবহারকারী লিখেছেন, এটা বিব্রতকর। কিন্তু কেন আমরা অন্য কিছুর কথা বলছি না? এটা তো কোরিওগ্রাফ করা হয়েছে। তিনি আগে থেকেই জানতেন যে এটি পোস্ট করা হবে এবং এর চেয়ে ভালো কিছু তিনি পারতেন না।

আরও এক ব্যবহারকারী লিখেছেন, কী এক বিব্রতকর অবস্থা। এছাড়া অন্য একজনের মন্তব্য- আমি আমার খারাপ নাচের বিষয়ে বেশ সচেতন ছিলাম। এখন আমি আমার নাচের ব্যাপারে আত্মবিশ্বাসী।

টিএস

×