ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে বাঁধ ধসে বন্যার ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ৭ জুন ২০২৩

ইউক্রেনে বাঁধ ধসে বন্যার ঝুঁকি

ইউক্রেনের নিপ্রো নদীর  নোভা কাখোভকা বাঁধ ধসে পড়ায় হাজার হাজার মানুষ এখন বন্যার ঝুঁকিতে

নিপ্রো নদীর একটি বাঁধ ধসে পড়ার পর নদীতীরবর্তী রাশিয়া ও ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকাগুলোর প্রায় ৪২ হাজার মানুষ বন্যার ঝুঁকিতে আছেন। এই বাঁধ ধসের ঘটনার ‘মারাত্মক ও সুদূরপ্রসারী পরিণতি’ সম্পর্কে সতর্ক করেছেন জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান। মঙ্গলবার বিশাল এই বাঁধটি ধসে পড়ে। এতে ইউক্রেনের যুদ্ধকবলিত এলাকাগুলোজুড়ে বিপুল পরিমাণ পানি ছড়িয়ে পড়ে বন্যার ঝুঁকি তৈরি করে। ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। এ ঘটনার জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায় দিয়েছে।
ইউক্রেনকে দায়ী করে ক্রেমলিন বলেছে, নিজেদের শুরু করা বড় ধরনের পাল্টা আক্রমণ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টায় তারা এটা করেছে। ইউক্রেনের ওই হামলা রাশিয়া ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে। অপরদিকে রাশিয়াকে দায়ী করে ইউক্রেন বলেছে, সোভিয়েত আমলের নোভা কাখোভকা বাঁধ উড়িয়ে দেওয়ার মাধ্যমে সচেতনভাবে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। ৩০ মিটার উঁচু, ৩ দশমিক ২ কিলামিটার দীর্ঘ এই বাঁধটি ১৯৫৬ সালে নিপ্রো নদীর ওপর বানানো হয়েছিল। এই বাঁধের পানি একটি জলবিদ্যুৎ প্রকল্পের শক্তির উৎস ছিল। 
জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস নিরাপত্তা পরিষদকে বলেছেন, এই বাঁধের ভাঙ্গন ঘরবাড়ি, খাদ্য, নিরাপদ পানি ও জীবিকার ক্ষতির মাধ্যমে দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের উভয় পাশের হাজার হাজার মানুষের জন্য মারাত্মক ও সুদূরপ্রসারী পরিণতি বয়ে আনবে। এই বিপর্যয়ের পুরো মাত্রা কেবল আসছে দিনগুলোতে পূর্ণভাবে বোঝা যাবে। 
এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু যুক্তরাষ্ট্রের মুখপাত্র জন কিরবি বলেছেন, এই বন্যায় সম্ভবত ‘অনেকের মৃত্যু হয়েছে’। ইউক্রেনের কর্মকর্তাদের হিসেবে প্রায় ৪২ হাজার মানুষ বন্যার ঝুঁকিতে আছেন যা বুধবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে।
এই বাঁধ থেকে উজানের দিকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খেরসন শহরে মঙ্গলবার পানির স্তর ৩ দশমিক ৫ মিটার বেড়েছে, এতে প্লাস্টিকের ব্যাগে জিনিসপত্র নিয়ে বাসিন্দারা হাঁটু পানি ভেঙে ঘরবাড়ি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। শহরটির বাসিন্দা ওকসানা (৫৩) বলেন, ‘সবকিছু পানিতে ডুবে গেছে। সব ফার্নিচার, ফ্রিজ, খাবার, ফুল পানিতে ভাসছে। কী করবো বুঝতে পারছি না।’ 
প্রায় ৮০টি এলাকা বন্যার ঝুঁকিতে পড়েছে। এসব এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে বাস, ট্রেন ও প্রাইভেট গাড়ি প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। নিপ্রো নদীর রাশিয়ার নিয়ন্ত্রিত তীরের বন্যাকবলিত শহর নোভা কাখোভকার বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও কিছু মানুষ থেকে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন। 
রাশিয়ার নিয়ন্ত্রিত নদীতীরের কাজকোভা দিবরোভা চিড়িয়াখানা পুরোপুরি ডুবে গেছে এবং ৩০০ প্রাণীর সবগুলো মারা গেছে বলে চিড়িয়াখানাটির ফেসবুক একাউন্টে এক প্রতিনিধি জানিয়েছেন। শহরটির বাসিন্দা ইয়েভহেনিয়া টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘ঘণ্টয় ঘণ্টায় পানি বাড়ছে, খুব নোংরা।’
জাতিসংঘ বলেছে, বাঁধ ভাঙার জন্য কে দায়ী তা তারা নিশ্চিত নয়। জেনেভা কনভেনশনে বেসামরিকদের বিপদ ঘটতে পারে বলে যুদ্ধের মধ্যে বাঁধকে লক্ষ্যস্থল করা নিষিদ্ধ করা হয়েছে।

×