ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম চীনা যাত্রীবাহী বিমান

প্রকাশিত: ২০:৪৫, ২৮ মে ২০২৩

প্রথম চীনা যাত্রীবাহী বিমান

.

চীনের প্রথম অভ্যন্তরীণভাবে নির্মিত যাত্রীবাহী বিমান তার প্রথম বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা শুরু করেছে। রবিবার ভোরে চীনা নগরী সাংহাই থেকে রাজধানী বেজিংয়ের দিকে যাত্রা করে সি৯১৯ মডেলের এই বিমানটি। এদিকে প্রথম বাণিজ্যিক যাত্রায় চীনের এই বিমানে যাত্রী ছিল ১৩০ জনেরও বেশি। ফ্রান্সের এয়ারবাস এবং যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির বিমানগুলোর একক আধিপত্য ভাঙার লক্ষ্য নিয়ে কমার্শিয়াল এভিয়েশন করপোরেশন অব চায়না (কম্যাক) এই বিমানটি তৈরি করেছে। -বিবিসি

×