ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

১৭ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব

প্রকাশিত: ১৯:২৪, ২৬ মার্চ ২০২৩

১৭ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব

সৌদি আরবে প্রবাসী

রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গ করার অপরাধে ১৭ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত রেসিডেন্সি আইন ভঙ্গ করায় ৯ হাজার ২৫৯ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রবেশের চেষ্টাকালে চার হাজার ৮৯৯ জন ও শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দুই হাজার ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া, সৌদি আরবে অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে আটক এবং প্রতিবেশি দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সতর্ক করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যারা অন্যদের সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবে, আইন ভঙ্গকারীদের সহায়তা ও আশ্রয় দেবে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

গত কয়েক বছরে বেশ কড়াকড়ি অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধ অভিবাসীদের ধরতে কয়েকদিন পরপরই অভিযান চালায় তারা। অভিযানে আকট হওয়াদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে দেশটি।

এমএইচ

×