ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৈশোরের প্রেমে ভাঙন রোধে ৪০ লাখ ডলারের প্রকল্প

প্রকাশিত: ২১:০৯, ২৪ মার্চ ২০২৩

কৈশোরের প্রেমে ভাঙন রোধে ৪০ লাখ ডলারের প্রকল্প

.

কিশোর বয়সের প্রেম সবসময় অন্য রকম। এমন প্রেমের সম্পর্কে ভাঙন দেখা দিলে কিশোর-কিশোরীদের জীবনে অনেক সময় বড় প্রভাব পড়ে। অনেক সময় সম্পর্কে বিচ্ছেদ খারাপভাবে ঘটলে সেটির নেতিবাচক প্রভাব পড়ে জীবনে। আর তাই এই বয়সীদের প্রেমের সম্পর্কে বিচ্ছেদের ধকল কাটিয়ে উঠার জন্য লাখো ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে নিউজিল্যান্ড। বুধবার দেশটিতে চালু হয়েছেদ্য লাভ বেটার নামের এই প্রকল্প। তিন বছরে সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই প্রকল্পে ব্যয় করবে ৪০ লাখ ডলার। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সম্পর্কে বিচ্ছেদের ধকল কাটিয়ে উঠতে কিশোর-কিশোরীদের সহযোগিতা এবং সম্পর্কের ক্ষতি যাতে ন্যূনতম থাকে তা নিশ্চিত করা।

নিউজিল্যান্ডের তরুণদের কথা মাথায় রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার বলছে, তরুণরা এটিকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে শনাক্ত করেছে। সামাজিক উন্নয়ন কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগী মন্ত্রী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণ এক বিবৃতিতে বলেছেন, হাজার ২০০ জনের বেশি তরুণ আমাদের বলেছে তাদের কিশোর বয়সের ভালোবাসা কষ্ট মোকাবিলায় সহযোগিতা প্রয়োজন। প্রেমের সম্পর্কে বিচ্ছেদকে তারা সাধারণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান

×