
কিয়েভ অঞ্চলের রিজিসশিচিভ শহরে রুশ বিমান হামলায় আংশিক বিধ্বস্ত একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক ইউক্রেনীয় পুলিশ সদস্য
রাশিয়ার যুদ্ধে ইউক্রেনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ও পুনর্গঠনে আগামী ১০ বছরে ৪১ হাজার ১০০ কোটি ডলার লাগবে বলে বিশ্বব্যাংকের প্রকাশ করা এক প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনটিতে জানানো হয়েছে, ধ্বংস হয়ে যাওয়া শহর, নগরগুলো থেকে শুধু ধ্বংসস্তূপ সরাতেই ৫০০ কোটি ডলার লাগবে। ‘হিসাবটিকে সর্বনি¤œ ধরতে হবে। কারণ যুদ্ধ যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে এই চাহিদাও বাড়তে থাকবে’, উল্লেখ করা হয়েছে এতে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের এ ধরনের আরেকটি প্রতিবেদনে ইউক্রেনের পুনর্গঠনে ৩৪ হাজার ৯০০ কোটি ডলার লাগবে বলে জানানো হয়েছিল।
ইউক্রেনের সরকার, বিশ্বব্যাংক, ইউরোপীয় কমিশন ও জাতিসংঘ যৌথভাবে এই হিসাবটি করেছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। এই হিসাব অনুযায়ী, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার পাওয়া পুনর্নির্মাণের জন্য শুধু চলতি বছরই ১৪০০ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন হবে।