ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০

ইসরাইলে ফের লাখো মানুষের বিক্ষোভ

প্রকাশিত: ২০:২৯, ৫ মার্চ ২০২৩

ইসরাইলে ফের লাখো মানুষের বিক্ষোভ

নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছেন লাখো ইসরাইলি নাগরিক। মূলত নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে রবিবার এই বিক্ষোভ আয়োজন করা হয় এবং এতে লাখো মানুষ অংশ নেন। খবর এএফপির।

নিয়ে টানা নবম সপ্তাহ লাখো বিক্ষোভকারী ইসরাইলি শহরগুলোর রাস্তায় নামলেন। রবিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলআবিব এবং অন্যান্য স্থানে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। তবে পরে পুলিশের প্রকাশিত ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা তেলআবিবে বাঁধ ভেঙে সামনে এগোনোর চেষ্টা করছেন এবং রাস্তা অবরোধ করে আগুন জ্বালাচ্ছেন। পরে পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে। বিক্ষোভে অংশ নিয়েছিলেন ৫৩ বছর বয়সী ইতিহাসের শিক্ষক রনেন কোহেন। তিনি বলেন, আমি শাসকদলের বিপ্লবের বিরুদ্ধে বিক্ষোভ করতে এসেছি, যা ইসরাইলি সরকার আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। আমি আশা করি, বিশাল এই বিক্ষোভ কার্যকর হবে এবং প্রমাণ করবে যে আমরা হাল ছেড়ে দেই না।