ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রাজ্যকে স্তনপান করানোর সময় কী উপলব্ধি করেন পরীমণি!

প্রকাশিত: ১৭:১৯, ১৭ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৯:৩৮, ১৭ জানুয়ারি ২০২৩

রাজ্যকে স্তনপান করানোর সময় কী উপলব্ধি করেন পরীমণি!

পরীমণি

ছেলের ছোট ছোট হাত ধরে শুয়ে জনপ্রিয় নায়িকা পরীমণি। ছবি বলছে, পাঁচ মাসের ছেলে রাজ্যকে স্তনপানের মুহূর্ত। ঠিক সেই মুহূর্তে নিজের উপলব্ধি সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরী। ফেসবুক পোস্টে লিখলেন, স্তনপান মানে শুধুমাত্র সন্তানকে দুধ খাওয়ানো নয়, এর অর্থ হল সন্তানের সঙ্গে তার মায়ের যোগাযোগ তৈরি হওয়া। মায়ের সঙ্গে সন্তানের বন্ধন দৃঢ় হওয়া। পরীমণির চোখে মাতৃত্ব সুন্দর। 

সোমবার (১৬ জানুয়ারি) মাঝরাতে নিজের সেই উপলব্ধির কথা ফেসবুকে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।

বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসে পরীমণির নাম। বেশির ভাগ সময়ই তাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। মাস কয়েক আগে প্রায় ভাঙতে বসেছিল শরিফুল রাজ এবং পরীমণির সম্পর্ক। অন্য নায়িকার সঙ্গে স্বামীর পরকীয়ার কথাও প্রকাশ্যে এনেছিলেন তিনি। স্বামীর ঘর ছাড়ার কথাও জানিয়েছিলেন ফেসবুকে। সেই সব এখন অতীত। আবারও মিল হয়েছে তাদের। 

সম্পর্ক জোড়া লাগার কয়েক দিনের মধ্যেই রাজের পরিবর্তন লক্ষ করেন পরীমণি। তিনি বলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভাল বুঝতে পারছে। এখন ও মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে। একদিনে তো সব পরিবর্তন সম্ভব নয়, একটু তো সময় লাগবেই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এসআর

সম্পর্কিত বিষয়:

×