ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফের দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

প্রকাশিত: ১১:৩১, ১৮ ডিসেম্বর ২০২২

ফের দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া আবারও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, রোববার (১৮ ডিসেম্বর) কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে ওই দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে পড়েছে বলে জানিয়েছেন জাপানের সহকারী প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ৫৫০ কিলোমিটার (৩৪২ মাইল) উচ্চতায় উড্ডয়ন করে এবং ২৫০ কিলোমিটার পরিসীমা কভার করে। ইনো বলেন, এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নানা বিধিনিষেধ থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া চলতি বছর অভূতপূর্ব সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

এর আগে গত নভেম্বরে উত্তর কোরিয়া একটি আইসিএমবি পরীক্ষা করে। সেসময় জাপানি কর্মকর্তারা বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম এবং এটি জাপান থেকে মাত্র ২০০ কিলোমিটার (১৩০ মাইল) দূরে পড়েছিল।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার