ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এরদোয়ানের সঙ্গে বৈঠকের প্রস্তাব বাশার আল আসাদের প্রত্যাখ্যান 

প্রকাশিত: ২০:০৩, ৩ ডিসেম্বর ২০২২; আপডেট: ২০:১৪, ৩ ডিসেম্বর ২০২২

এরদোয়ানের সঙ্গে বৈঠকের প্রস্তাব বাশার আল আসাদের প্রত্যাখ্যান 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বাশার আল আসাদ। ফাইল ছবি।

দ্বন্দ্ব নিরসনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসতে রাশিয়া যে প্রস্তাব দিয়েছিলো, তা প্রত্যাখ্যান করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রয়টার্স ও মিডেল ইস্ট আইয়ের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদ রাশিয়াকে জানিয়েছেন, সামনে তুরস্কের নির্বাচন আসছে। এমন সময় বৈঠক করলে এরদোয়ান নির্বাচনে সুবিধা পাবেন এবং আবারও ক্ষমতায় আসবেন। আর তিনি পুনরায় নির্বাচিত হতে পারলে তুরস্কে বসবাসরত ৩৬ লাখ সিরিয়ান শরণার্থীকে ফেরত পাঠাবেন বলে আশঙ্কা সিরিয়ার। 

এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, কেন এরদোয়ানকে বিনামূল্যে আমরা জয় দেব? নির্বাচনের আগে কোনো বৈঠক হবে না।

সিরিয়ায় ২০১১ সালে বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন দেশটির সাধারণ জনগণ। ওই সময় আসাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এরদোয়ান। এ নিয়ে দুই নেতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এছাড়া তুরস্ক-সিরিয়া সম্পর্কে ফাটল ধরে। তবে অর্থনৈতিক সংকটে থাকা তুরস্ক সাম্প্রতিক সময়ে আবারও সিরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাচ্ছে। তবে দামেস্ককের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাচ্ছে না আঙ্কারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে মূলত এখন বাশার আল আসাদ এবং এরদোয়ানকে মেলাতে চাইছেন।

 

এমএম 

×