ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোসেটা পাথর ফেরত চায় মিসর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৯, ২ ডিসেম্বর ২০২২

রোসেটা পাথর ফেরত চায় মিসর

রোসেটা পাথর ফেরত চায় মিসর

ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন জাদুঘর থেকে ঐতিহ্য ফিরে পাওয়ার দাবি করছে কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে মিসরও। কয়েক হাজার মিসরীয় পুনরায় তাদের ঐতিহ্য  রোসেটা পাথর ফিরে পাওয়ার জন্য দাবি তুলেছেন। পাথরটি ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে।

আরব একাডেমি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেরিটাইম ট্রান্সপোর্টের ডিনও পাথরটি ফিরে পেতে দুইটি পিটিশনের একটি দায়ের করা মনিকা হান্না বলেন, ব্রিটিশ মিউজিয়ামের কাছে থাকা পাথরটি মিসরের বিরুদ্ধে পশ্চিমা সাংস্কৃতিক সহিংসতার প্রতীক।  রোসেটা পাথর হলো একটি ফলক। ধূসর গ্রানাইট এই ফলকের ওপর তিনটি ভাষায় একটি ফরমান বা আদেশ খোদাই করা রয়েছে। -বিবিসি

×