ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর হামলা ॥ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ২৬ নভেম্বর ২০২২

ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর হামলা ॥ নিহত ৩

ব্রাজিলে দুটি স্কুলে গুলি চালানোর পর লোকজনকে এক পুলিশ সদস্য পাহারা দিচ্ছেন

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দুটি স্কুলে বন্দুকধারীর ছোড়া গুলিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের স্পেরিতো সান্তো প্রদেশের আরাক্রুজ শহরে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকালে বন্দুকধারী একটি স্কুলে যায়। সেখানে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের লক্ষ্য করে গুলি ছোড়ে  সে। এতে দুই নারী নিহত হন। ওই ঘটনায় আরও নয়জন আহত হন। এরপর বন্দুকধারী আরেকটি স্কুলে যায়। সেখানে  সে একজন কিশোরীকে হত্যা করে বলে জানিয়েছেন শহরটির মেয়র কার্লোস কুতিনহো। ব্রাজিলে স্কুলে এ ধরনের হামলা খুবই বিরল।

তবে গত কয়েক বছরে এটি বেড়েছে। দেশটির ইতিহাসে স্কুলে বন্দুক হামলার সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল ২০১১ সালে। সে বছর রিও ডি জেনেরিওর একটি প্রাথমিক স্কুলে গুলি ছুড়েছিলেন এক ব্যক্তি। এতে ১২ শিশু প্রাণ হারিয়েছিল। ২০১৯ সালে সাও পাওলোর সুজানোর একটি হাইস্কুলের দুই সাবেক ছাত্র গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছিলেন। -এএফপি

×