
ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে এবার নিলামে উঠছে ৭ কোটি ৬০ লাখ বছরের পুরনো একটি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল। বিখ্যাত মার্কিন নিলাম প্রতিষ্ঠান সোথবির আগামী ২৮ জুলাইয়ের নিলাম আয়োজনে উঠছে কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া এই প্রাণীর দেহাবশেষ। -খবর এনডিটিভির মঙ্গলবার নিজেদের টুইটার এ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে সোথবি কর্তৃপক্ষ।
মার্কিন এই নিলাম প্রতিষ্ঠানটির টুইটবার্তা থেকে জানা যায়, নিলামে উঠতে যাওয়া এই জীবাশ্ম কঙ্কালটি গোরগোসোরাস প্রজাতির ডাইনোসরের। পরিপূর্ণ এই কঙ্কালটি লম্বায় ২২ ফুট, উচ্চতায় ১০ ফুট। আরও জানা গেছে, সোথবির নিউইয়র্ক শাখার গ্যালারিতে ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে এই নিলাম আয়োজন।
আয়োজনের শেষ দিন বিক্রির জন্য তোলা হবে এই কঙ্কাল। আজ থেকে ১৪ কোটি ৫০ লাখ বছর আগে বিশ্বে শুরু হয়েছিল ক্রেটাসিয়াস যুগ, প্রায় ৮ কোটি বছর স্থায়ী হওয়ার পর সেই যুগ শেষ হয় আজ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে। বিজ্ঞানীদের মতে ক্রেটাসিয়াস যুগের শেষ দিকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিল গোরগোসোরাসের।