
রুশ নভোচারীরা
পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চল কব্জায় আসার সুসংবাদকে উদ্যাপন করছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রুশ নভোচারীরাও। রুশ মহাকাশ সংস্থা রসকসমস লুহানস্কে মস্কোর বিজয়কে ‘পৃথিবী ও মহাকাশ উভয় জায়গাতে উদ্যাপনের মতো মুক্তির দিন’ হিসেবে উল্লেখ করেছে।
সংস্থাটি এ উপলক্ষে কিছু ছবিও প্রকাশ করেছে যেখানে হাস্যোজ্জ্বল তিন মহাকাশচারী ওলেগ আরতেমেয়েভ, ডেনিস মাতভিভ ও সের্গেই কোর্সাকভকে রাশিয়ার স্বীকৃতি পাওয়া দুই প্রজাতন্ত্র লুহানস্ক পিপলস রিপাবলিক ও দোনেৎস্ক পিপলস রিপাবলিকের পতাকা ধরে রাখতে দেখা যাচ্ছে। -রয়র্টাস