ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

১৪৫০০০ ডলারে বিক্রি টুনা

প্রকাশিত: ২৩:৫০, ৭ জানুয়ারি ২০২২

১৪৫০০০ ডলারে বিক্রি টুনা

জাপানের টোকিওর পাইকারি বাজার টোয়োসুতে শহরের প্রথম নিলাম অনুষ্ঠিত হয় বুধবার। আর এ নিলামে তোলা হয় একটি বিশালাকার নীল পাখনাওয়ালা টুনা মাছ। যার ওজন ২১১ কেজি। আর নিলামে এই দানব নীলচে মাছটির মূল্য ধরা হয়েছে ১৬.৮৮ মিলিয়ন ইয়েন (১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার)। জাপানের উত্তরাঞ্চলীয় শহর ওমা থেকে মাছটি ধরা হয়। নিলামে এর প্রতি কেজির মূল্য পড়বে ৮০ হাজার ইয়েন বা প্রায় ৬৯০ মার্কিন ডলার। নিলামের আগে ভেন্যুতে করোনাভাইরাস প্রতিরোধী নানা ব্যবস্থা নেয়া হয়। এরপর একটি ঘণ্টাধ্বনির মাধ্যমে নিলাম শুরু হয়। - দ্য মাইনিচি
×