ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

১২ ডোজ টিকা নিতে গিয়ে ধরা

প্রকাশিত: ২৩:৪৮, ৭ জানুয়ারি ২০২২

১২ ডোজ টিকা নিতে গিয়ে ধরা

করোনা নিয়ন্ত্রণে দুই ডোজ টিকা নেয়ার ওপর পৃথিবীজুড়ে গুরুত্ব দেয়া হচ্ছে। কোনও কোনও দেশ বুস্টার ডোজ দেয়ার পর আরও এক ডোজ টিকার পথে হাঁটছে। আমাদের দেশেও চলছে তৃতীয় বা বুস্টার ডোজ কার্যক্রম। তবে ভারতের মধ্যপ্রদেশের বিহারে ব্রহ্মদেব মণ্ডল নামের ৮৪ বছরের এক বৃদ্ধ এরইমধ্যে ১১ ডোজ করোনার টিকা নিয়েছেন! ব্রহ্মদেব মণ্ডল অবসরপ্রাপ্ত ডাক বিভাগের একজন কর্মী। ২০২০ সালের জানুয়ারিতে প্রথম ডোজ টিকা নেন তিনি। পরের মাসে নেন দ্বিতীয় ডোজ। আর ৩০ ডিসেম্বর সরকারী স্বাস্থ্যকেন্দ্র থেকে নেন টিকার ১১তম ডোজ। কবে, কোথায় ও কখন টিকা নিয়েছেন, সব ডায়েরিতে লিখে রেখেছেন সেই বৃদ্ধ। ব্রহ্মদেব মাধেপুরা জেলার একটি টিকাকেন্দ্রে ১২তম ডোজ নিতে গিয়ে ধরা পড়েন। -দি ইন্ডিয়ান এক্সপ্রেস
×