ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

প্রকাশিত: ০৮:৪৯, ৩১ আগস্ট ২০১৯

 অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

ভারতের অসম রাজ্যের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি বা ‘এনআরসি’ আজ প্রকাশিত হ্েচ্ছ। এর আগের খসড়া তালিকায় ৪২ লাখ মানুষের নাম বাদ পড়েছিল। বাদপড়াদের অধিকাংশ বাংলাভাষী হিন্দু ও মুসলমান। এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে কারা নিশ্চিন্তে ভারতে বাস করবেন আর কারা তালিকা থেকে বাদ যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে অসমের ৪২ লাখ মানুষ। খসড়া তালিকায় বাদপড়া মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর হিন্দুস্থান টাইমসের। দিল্লীর একটি বেসরকারী সংগঠন ‘ন্যাশনাল ক্যাম্পেন এ্যাগেইনস্ট টর্চার’ (এনসিএটি) এনআরসিতে বাদ পড়া মানুষদের মধ্যে সমীক্ষা চালিয়ে এক প্রতিবেদন পেশ করেছে। এতে দেখা যায়, নাম বাদ পড়া মানুষদের ৮৯ শতাংশ ‘চূড়ান্ত উদ্বেগের’ মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের উদ্বেগ বিতাড়িত হওয়া নিয়ে। চাকরিচ্যুত হওয়া নিয়ে। ডিটেনশন ক্যাম্পে দিন কাটানোর ভয়ে। অথবা পরিবার-পরিজন থেকে জবরদস্তি আলাদা করে দেয়ার আশঙ্কায়। কাশ্মীরীদের মতো এই মানুষদের খিদে কমে গেছে। ঘুম আসে না। অকারণে ক্ষিপ্ত হয়ে উঠছেন কেউ কেউ। অবসাদে আক্রান্ত হয়ে আত্মহননের পথও বেছে নিচ্ছেন অনেকে। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার সোনাইপাড়া গ্রামের প্রীতিভূষণ দত্ত নামে একজন আত্মহত্যা করেন।
×