ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইউরোপজুড়ে প্রচন্ড দাবদাহ

ফ্রান্সে তাপমাত্রা ৪৫ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে

প্রকাশিত: ০৯:২৯, ২৭ জুন ২০১৯

 ফ্রান্সে তাপমাত্রা ৪৫ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে

ইউরোপজুড়ে শুরু হয়েছে প্রচন্ড দাবদাহ। গ্রীষ্ম শুরুর আগেই প্রচন্ড দাবদাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের অর্ধেকের বেশি এলাকায় অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে, যা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। গরমে জার্মানির জনজীবন ওষ্ঠাগত প্রায়। সপ্তাহ শেষে এ তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে জার্মানির আবহাওয়া দফতর। ইতালির রোমেও দাবদাহের প্রভাবে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। প্রচন্ড গরম থেকে বাঁচতে লোকজনকে ছাতা নিয়ে রাস্তায় নামতে দেখা গেছে। সুইজারল্যান্ডেও তাপপ্রবাহের কারণে স্বাভাবিক জীবন যাত্রায় প্রভাব পড়েছে। ডেনমার্কের কোপেনহেগেনে তাপমাত্রা অসহনীয় আকার ধারণ করেছে। স্পেনের মাদ্রিদে গরম থেকে পরিত্রাণ পেতে শিশুদের ঝর্ণায় নেমে গোসল করতে দেখা যায়। অস্ট্রিয়ার ভিয়েনায়ও দাবদাহ শুরু হয়েছে। লন্ডনেও প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। তাপপ্রবাহ থেকে বাঁচতে নানা ধরনের পরামর্শ দেয়া হচ্ছে লোকজনকে। শিশু ও প্রবীণদের খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়াবিদরা অনুমান করছেন, এর আগে জুনে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসে সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। -বিবিসি
×